রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

শিল্পকলা একাডেমিতে ‘কাব্য-সুরে বর্ষা বিদায়’

রোববার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
শিল্পকলা একাডেমিতে ‘কাব্য-সুরে বর্ষা বিদায়’

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল অনুষ্ঠিত হলো আবৃত্তি সংগঠন কাব্যকুহুক ও Performers Club এর যৌথ আয়োজনে আবৃত্তি প্রযোজনা “কাব্য-সুরে বর্ষা বিদায়”। 

বর্ষার বিদায়ক্ষণকে কেন্দ্র করে কবিতা ও সুরের মনোমুগ্ধকর এই আয়োজনে দর্শক-শ্রোতারা উপভোগ করেন ভিন্নধর্মী পরিবেশনা। অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনা দেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। 

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কবিতা পরিবেশনার মাধ্যমে বর্ষার সৌন্দর্য, বেদনা ও আবেগের ছবি ফুটে ওঠে। পরবর্তী ধাপে আবৃত্তি শিল্পী ফারহানা তৃনার একক আবৃত্তি, সংগীত ও সমবেত পরিবেশনা মিলিয়ে দর্শকরা উপভোগ করেন বর্ষার নানা রূপ—ঝরঝরে বৃষ্টি, কদমফুলের সৌরভ, গ্রামীণ জীবনের দৃশ্যপট, বিদায়ের ব্যথা ও নতুন ঋতুর আগমনী সুর। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী দেন আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। আবৃত্তির পাশাপাশি আবহ সংগীতে ছিলেন আনিকা। কাব্যকুহুকের নবীন ও শিশুশিল্পীদের অংশগ্রহণ এই আয়োজনকে দেয় এক অনন্য মাত্রা। 

কাব্যকুহুক-এর পরিচালক ফারহানা তৃনা বলেন, “বর্ষা বিদায় মানেই শুধু ঋতুর পরিবর্তন নয়; এর ভেতরে থাকে মানুষের হৃদয়ের গভীর আবেগ ও স্মৃতির মেলবন্ধন। আমরা চেষ্টা করেছি আবৃত্তি ও সুরের ভেতর দিয়ে সেই আবেগ দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। এ আয়োজন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাসই আমাদের অনুপ্রেরণা।”

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল