এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজারে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী, সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা রাসেল আল ইসলাম। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুল, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. শহিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাষ্টার জাহিদুল ইসলাম, পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. পলাশ মৃধা, যুবদল নেতা মো. মামুন মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন নেতা প্রভাষক রাসেল আল ইসলাম সংক্ষিপ্ত পথসভায় বলেন, ধানের শীষ মার্কার প্রচারণা কার্যক্রম বারইখালী ইউনিয়ন থেকে শুরু হলো। আপনার যার যার ওয়ার্ডের নেতৃবৃন্দরা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনারা পৌছে দিবেন। ধানের শীষের মার্কা উন্নয়নের মার্কা।
এমআই