সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নলছিটির খালেদ সাইফুল্লাহ্

সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নলছিটির খালেদ সাইফুল্লাহ্

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশে তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” অর্জন করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার কৃতী সন্তান মো. খালেদ সাইফুল্লাহ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। তিনি খালেদ সাইফুল্লাহর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ সরকার ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই মর্যাদাপূর্ণ আসরে প্রতি বছর সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা তরুণদের স্বীকৃতি দেওয়া হয়। এ বছর সারাদেশ থেকে মাত্র ১২ জনকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন মাত্র দুইজন—তাদের একজন নলছিটির খালেদ সাইফুল্লাহ।

২০২০ সালে তিনি নলছিটিতে প্রতিষ্ঠা করেন “তারুণ্যের নলছিটি” যুব সংগঠন এবং সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। সংগঠনটি শিক্ষা, সচেতনতা, বিজ্ঞান-প্রযুক্তি ও মানবিক যুব নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তাঁর উদ্যোগ Team STEM তৃণমূলের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি সহ-প্রতিষ্ঠা করেছেন CARO, যেখানে সেক্রেটারি জেনারেল হিসেবে বৈশ্বিক শাসনব্যবস্থার নতুন মডেল ও তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করছেন।

তাঁর উদ্ভাবিত Youth Political Leadership Simulation Model তরুণদের নীতি, নেতৃত্ব ও এডভোকেসির হাতে-কলমে অভিজ্ঞতা দিচ্ছে এবং স্থানীয় পর্যায়ে তরুণ নেতৃত্ব সমাজ সমস্যার সমাধানে ভূমিকা রাখছে।

পুরস্কার গ্রহণের পর খালেদ সাইফুল্লাহ বলেন, “মাধ্যমিক পর্যায় থেকেই বন্ধুদের সাথে নিয়ে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় স্বেচ্ছাসেবী কাজ শুরু করি। আজকের এই সম্মান শুধু আমার নয় বরং সবার, যারা পাশে থেকে সহযোগিতা করেছেন। আমি এই পুরস্কার উৎসর্গ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নামে। কারণ এবারের স্বীকৃতি শতভাগ যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সময়ের বৈষম্য ভেদ করে শহীদরাই আমাদের জন্য নতুন আলোর দ্বার উন্মোচন করেছেন।”

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল