বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দুদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, প্রতি বছর আশ্বিন মাসকে ঘিরে ঢাকের তালে আর শিউলি ফুলের মিষ্টি গন্ধে পুরো দেশে দুর্গাপূজার হাওয়া বইতে থাকে। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দেবী তৈরির কারিগরেরা। কবিরহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালীর কবিরহাট উপজেলার বানদত্ত পশুরামপুর ঠাকুর বাড়ির শ্রী শ্রী জগন্নাথ মৃৎ শিল্পালয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তারা দিন-রাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন প্রতীমা। পূজার সময় যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। এই প্রতিমা তৈরি করতে যেমন ভালো বা আনন্দ লাগে তেমনি ভাবে এখান থেকে টাকা উপার্যন করে ভালো ভাবে সংসার চালাতে পারেন কারিগর গুলো।
কারখানার মালিক নয়ন আচার্য্য বলেন, বাঁশ-কাঠ, খর আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, প্যাঁচা, দেবী দুর্গার কাজ শেষ হলেও সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন। বেশকিছু মন্দিরের প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন সেগুলো শুকানোর পর দেওয়া হচ্ছে রং তুলির আঁচড়, সাজানো হবে বিভিন্ন অলংকারে। এখান থেকে কবিরহাট উপজেলার চাহিদা মিটিয়ে নোয়াখালী জেলা এবং জেলার বাহিরেও পাঠানো হবে এই প্রতিমা গুলো।
শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রমের সহ সভাপতি বাসু দেব চন্দ্র দে বলেন, দুর্গাপূজা হলো শক্তির অধিষ্ঠাত্রী দেবী পার্বতী দেবীর দুর্গা রূপের উপাসনার একটি উৎসব। এটি নারীশক্তির প্রতীক এবং সকল প্রকার অশুভ শক্তিকে দমন করে ভালো শক্তির জয়কে বোঝায়।হিন্দু ধর্মগ্রন্থ মার্কণ্ডেয় পুরাণ অনুসারে, মহিষাসুর নামে এক অসুরকে বধ করার জন্য সকল দেবতার সম্মিলিত তেজে দেবী দুর্গার সৃষ্টি হয়। এই অসুরকে বধ করার মাধ্যমে দেবীর বিজয়কে উদযাপন করা হয়।
হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশা আগামী শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে।
একে