আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের লন্ডন সফর শেষেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিবে বৃটেন। সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য আই পেপার। এর আগে গত জুলাই মাসে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। ইসরাইল যদি গাজায় হামলা বন্ধে বড় কোনো পদক্ষেপ না নেয় বা যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ঘোষণা দেয়ার কথা জানান তিনি। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, গাজায় ইসরাইলের স্থল হামলা জোরদারে ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমর্থনের ফলে বৃটেনে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানকালে স্বীকৃতির ঘোষণা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে।
স্টারমারের মুখপাত্র বলেছেন, দ্বি-রাষ্ট্র সমাধান কার্যকরের লক্ষ্যেই স্বীকৃতির বিষয়টি সাজানো হয়েছে। তিনি যোগ করেন, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনি জনগণের অধিকার। এক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধানও তাদের অধিকার বলে আমরা স্পষ্ট করতে চাই। এ পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। যার মধ্যে গত বছর যুক্ত হয়েছে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেইন। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্যারিস স্বীকৃতি দিলে জি৭ এর প্রথম কোনো দেশের স্বীকৃতি হবে এটি।
এমআই