আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের গুপ্তচর সংস্থা এমআই৬ তার নিজস্ব ডার্ক ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য নতুন গুপ্তচর নিয়োগ করা, বিশেষ করে রাশিয়া থেকে। খবর বিবিসি'র।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিকিউর মেসেজিং প্ল্যাটফর্ম সাইলেন্ট কুরিয়ার দেশের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করবে এবং গোয়েন্দা সংস্থার জন্য নতুন এজেন্ট খুঁজে বের করা সহজ করবে। যুক্তরাজ্য বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে রাশিয়ায় সম্ভাব্য এজেন্টদের লক্ষ্য করবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ইস্তাম্বুলে বিদায়ী এমআই৬ প্রধান স্যার রিচার্ড মুর পোর্টাল চালুর ঘোষণা দেবেন। চলতি মাসের শেষ দিকে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন ব্লেইস মেট্রেভেলিকে।
পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, 'জাতীয় নিরাপত্তা যে কোনো সরকারের প্রথম দায়িত্ব এবং প্রধানমন্ত্রী পরিকল্পনার ভিত্তি। পৃথিবী পরিবর্তিত হচ্ছে এবং হুমকি বাড়ছে; তাই যুক্তরাজ্য সব সময় প্রতিপক্ষের থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। আমাদের বিশ্বমানের গোয়েন্দা সংস্থাগুলো এই চ্যালেঞ্জের সামনের সারিতে কাজ করছে, পর্দার আড়ালে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছে। এবার আমরা তাদের প্রচেষ্টাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী করছি, যাতে এমআই৬ নতুন গুপ্তচর নিয়োগ করতে পারে—রাশিয়া ও বিশ্বের অন্যান্য দেশে।'
যারা যুক্তরাজ্যের কাছে সংবেদনশীল তথ্য নিরাপদে পাঠাতে চান, তারা শুক্রবার থেকে এই পোর্টালে প্রবেশ করতে পারবেন। ব্যবহার নির্দেশিকা এমআই৬-এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
পরামর্শ দেওয়া হয়েছে, ব্যবহারকারীরা নির্ভরযোগ্য ভিপিএন এবং এমন ডিভাইস ব্যবহার করবেন যা তাদের সঙ্গে সরাসরি যুক্ত নয়।
পোর্টাল চালু করার ধারণা মার্কিন সিআইএ-এর কাছ থেকে নেওয়া হয়েছে। ২০২৩ সালে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে সম্ভাব্য রাশিয়ান গুপ্তচরদের লক্ষ্য করেছিল।
এমআই