কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে লিমা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লিমা ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে লিমা ঘরের পাশে গোয়ালঘরে কয়েল জ্বালানোর জন্য বাবার কাছে গ্যাসলাইট আনতে যান। এ সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে সাপের অ্যান্টিভেনম না থাকায় চিকিৎসকরা দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রংপুরে নেওয়ার পথে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ‘গোরাশ’ বা কালার্স নামের এক ধরনের বিষাক্ত সাপ লিমাকে দংশন করেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এমআই