স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের দলের সামনে এখন সুপার ফোর উতরানোর মিশন। আর সেই মিশনে আজ প্রথম মাঠে নামছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক লিটন দাস।
সুপার ফোরে বাংলাদেশের জায়গা নিশ্চিত হওয়ায় কিছুটা অবদান আছে শ্রীলঙ্কারও। বৃহস্পতিবার গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সঙ্গী করে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা।
সুপার ফোরে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। ২৪ সেপ্টেম্বর দুবাইয়েই বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিদ্বন্দ্বী ভারত। পরের দিনই একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এদিকে টাইগাররা আজ মাঠে নামছে সবশেষ ম্যাচের একাদশ থেকে দুইটি পরিবর্তন নিয়ে।
বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ
পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।
এমআই