স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে ওপেনিং ওভার করেছেন শাহিন শাহ আফ্রিদি। আজই (রোববার) প্রথম তাকে একেবারে শুরুর ডেলিভারিতে ছক্কা হজমের অভিজ্ঞতা দিলেন অভিষেক শর্মা। যা কেবলই শুরু, এরপর অভিষেক-শুভমান গিল মিলে পাকিস্তানকে ব্যাটিং শিখিয়েছেন। দলীয় শতক পেরোন মাত্র ৮.৪ ওভারে। মাঝে রউফ-আবরাররা চেপে ধরার চেষ্টা করলেও, পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি পাকিস্তানের পক্ষে। ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখেই বড় ব্যবধানে জিতেছে ভারত।
দুবাইয়ের এই পিচকে ব্যাটিং-বান্ধব বলা হচ্ছিল আগে থেকেই। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও তার-ই স্বাক্ষর রেখে উড়ন্ত সূচনা পায়। কিন্তু ১০ ওভারে ৯১ রান তোলা দলটি মিডল অর্ডারের ব্যর্থতায় সর্বসাকুল্যে গড়ে ৫ উইকেটে ১৭১ রানের পুঁজি। সেটি যে যথেষ্ট ছিল না তা ভারতীয় ইনিংস শুরু হতেই ইঙ্গিত মেলে। অভিষেকের ঝোড়ো ৭৪ রানে ভর করে বিশ্বচ্যাম্পিয়নরা ১৮.৫ ওভারেই জয় নিশ্চিত করেছে।
অবশ্য ভারতের জয় যতটা সহজ মনে হয়েছিল, সেই ধারণা পাল্টেছে দলীয় একশ পেরোনোর পরই। ১০৫ রানে উদ্বোধনী জুটি ভাঙে গিলের বিদায়ে। ১ রানের ব্যবধানে সূর্যকুমার যাদব (০) এবং আর ১৯ রান যোগ হতেই আউট অভিষেক। ওপেনিং জুটিতে গিল অভিষেকের সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুললেও ফিফটির আগেই তিনি বোল্ড হয়েছেন ফাহিম আশরাফের বলে। ২৮ বলে ৮ চারে তিনি ৪৭ রান করেন।
অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে মাত্র ২৪ বলে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন অভিষেক। এর মধ্য দিয়ে ভেঙে দেন ২০১২ সালে যুবরাজ সিংয়ের করা ২৯ বলে হাফসেঞ্চুরির রেকর্ড। গিল-অভিষেকের ওপেনিং জুটিতেও রেকর্ড হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিল ২০১২ সালে গৌতম গম্ভীর ও অজিঙ্কা রাহানের করা ৭৭ রানের। এছাড়া চলমান এশিয়া কাপে এদিনই প্রথম ১০০-এর বেশি রানের ওপেনিং জুটি দেখা গেল।
অভিষেকের ঝোড়ো ইনিংস থেমেছে ৭৪ রানে। ৩৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় তিনি ইনিংসটি সাজিয়েছেন। অল্প সময়ের ব্যবধানে সঞ্জু স্যামসনকে (১৩) বোল্ড করে ফেরান রউফ। পাকিস্তানের পক্ষে তিনি ভিন্ন কিছুর আভাস দিলেও, তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া লাগাম ধরে রেখে জয় নিয়ে ফিরেছেন। ১৯ বলে ২টি চার-ছক্কায় ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেছেন তিলক।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন হারিস রউফ। তিনিই আজ দলটির সেরা বোলার। বাকি সবাই ছিলেন খরুচে। এছাড়া, একটি করে উইকেট শিকার করেছেন আবরার আহমেদ ও ফাহিম আশরাফ।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহানের ব্যাটে উড়ন্ত সূচনা পেলেও মোমেন্টাম ধরে রাখতে পারেননি পরবর্তী ব্যাটাররা। ফারহান ব্যক্তিগত সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া সাইম আইয়ুব ২১ ও ফাহিম ২০ রান করলে পাকিস্তানের পুঁজি দাঁড়ায় ১৭১ রান। বিপরীতে ভারতের পক্ষে শিভাম দুবে ২টি এবং পান্ডিয়া ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।
একে