হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৪টি আবাসিক ছাত্র হলে 'ফার্স্ট এইড কিট' এর মাধ্যমে ফ্রি মেডিসিন সার্ভিস চালু করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন সাগর।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্র হলগুলোর নিচতলায় প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাকল্পে ফার্স্ট এইড কিট বক্স স্থাপন করে তাতে প্রয়োজনীয় এবং জরুরি ওষুধ রাখেন।
এসময় তিনি বলেন, 'শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে (বিশেষ করে রাতে) জরুরি প্রয়োজনে সেবাটি গ্রহণ করে উপকৃত হবে। আমরা যদি মানুষের প্রয়োজনে সাহায্য করতে পারি, মানুষও আমাদের বিপদে এগিয়ে আসবে।
প্রাথমিকভাবে ছাত্রদের আবাসিক হলে এই সেবাটি চালু করা হলেও শিঘ্রই মেয়েদের হলগুলোতে এটি স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কিটবক্সে ওষুধ সেবার মধ্যে রয়েছে প্যারাসিটামল, এন্টাসিড, পেইন কিলার, এন্টিসেপটিক সল্যুশন, এন্টিবায়োটিক অয়েন্টমেন্ট এবং অন্যান্য জরুরি ওষুধ।
একে