এইচএম তানভীর, কুয়েট:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. সালিম শাদমান (১ বছর), সাফওয়ান আহমেদ ইফাজ (৬ মাস), শান্ত ইসলাম (৬ মাস), মো. রিদয় (৬ মাস) ও উমার বিন হুসাইন (৬ মাস)। এছাড়া একই ঘটনায় আরও ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষক লাঞ্ছনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর পর ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথম দফায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।
পরে আন্দোলন, অনশন এবং দীর্ঘ ১৬০ দিন ক্যাম্পাস বন্ধ থাকার পর সরকারের উচ্চ পর্যায়ের উদ্যোগে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। প্রায় দুই মাসের তদন্তে ভিডিও ফুটেজ, কারণ দর্শানোর নোটিশ ও শিক্ষার্থীদের জবাব যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর অভিযোগনামা কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তার ভিত্তিতেই বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমআই