সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ডিআইইউতে শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন 'বিআইএম ২০২৫'

সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
ডিআইইউতে শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন 'বিআইএম ২০২৫'

আবুল খায়ের, ডিআইইউ প্রতিনিধি: 

বিগ ডেটা, আইওটি এবং মেশিন লার্নিংয়ের ওপর তিন দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন 'বিআইএম ২০২৫' শুরু হতে যাচ্ছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রাঙ্গণে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এক বিজ্ঞপ্তিতে এ সম্মেলনের কথা ঘোষণা করেন। ডিআইইউ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিংয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) প্রেক্ষাপটে প্রযুক্তিভিত্তিক গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন কাজ করবে। সম্মেলনে বিশ্বের ১৫টিরও বেশি দেশ থেকে মোট ৬৩১টি গবেষণাপত্র জমা পড়েছিল। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৫১টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে।

সম্মেলনে গৃহীত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য Springer Lecture Notes in Networks and Systems অথবা Taylor & Francis CRC বই সিরিজে প্রকাশিত হবে। সম্মেলনে সাতজন কী-নোট স্পিকার, পাঁচজন আমন্ত্রিত বক্তা এবং ত্রিশটি টেকনিক্যাল সেশন থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, হেলথ ইনফরমেটিক্স, স্মার্ট সিটি এবং গ্রীন কম্পিউটিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।

আয়োজকরা আরও জানান, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এই সম্মেলন একটি বড় ভূমিকা রাখবে।

সম্মেলনের কনফারেন্স চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক এবং বিসিএস সভাপতি ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন। এছাড়া, ডিআইইউ’র সিএসই বিভাগের প্রধান ও বিসিএস’র সহ-সভাপতি অধ্যাপক মো. আব্দুল বাছেত রয়েছেন অর্গানাইজিং চেয়ার হিসেবে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল