নিজস্ব প্রতিবেদক:
এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার ব্যাখ্যা একা দিতে পারব না, কমিশন সভায় আলোচনার পর বলা যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীন।
তিনি বলেন, 'শাপলা প্রতীক এনসিপির আগে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের আমরা দেইনি। এই প্রতীক এনসিপি দ্বিতীয় দল হিসেবে চেয়েছে। এটা নিয়ে কমিশন সভায় আলোচনা হবে। এরপর এ বিষয়ে বলা যাবে।'
আজ (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, 'নাগরিক ঐক্য তাদের সংরক্ষিত প্রতীকের পরিবর্তে শাপলা চেয়েছে। এটা দেওয়া যাবে না বলে দিয়েছি। তারপর এনসিপি চেয়েছে। প্রথমে আমরা নাগরিক ঐক্যকে দেইনি। এনসিপি তো দ্বিতীয়বার আবার দিল। কমিশন সিদ্ধান্তের আগে তো বলা যাবে না। নাগরিক ঐক্যের বিষয়েও কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এবারও এনসিপির বিষয়ে সিদ্ধান্ত হবে।'
তিনি বলেন, 'এনসিপি বিপ্লবী দল; তারা দেশপ্রেমিক। তাদের কোনো কথায় হুমকি দেখছি না। তাদের চিঠি দেওয়াতে আপত্তি দেখছি না।'
সিইসি বলেন, 'রাজনীতিবিদরা অনেক কথা বলতে পারেন। আমরা তো জবাব দিতে পারব না, শ্রোতা। আমাদের কাজ আইন মোতাবেক করব। এটা হুমকি মনে করি না। উনারা তো দেশদ্রোহী না, উনারা দেশপ্রেমিক।'
এমআই