অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের পক্ষ থেকে বিশেষ বার্তা স্থানীয় মসজিদগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে বিভিন্ন মসজিদের ইমামগণ মুসল্লিদের উদ্দেশ্যে এ বার্তা পাঠ করে শোনান। এতে বলা হয়, দুর্গাপূজার সময় মুসলমানরা যেন কোনো ধরনের বাধা, বিরক্তি, ব্যাঘাত বা আঘাত সৃষ্টি না করেন।
এ সময় পেশ ইমামরা আরও উল্লেখ করেন, মুসলমানরা দুর্গাপূজায় অংশগ্রহণ করবেন না। ধর্মীয় বিধান অনুযায়ী এতে অংশ নেওয়া পাপ হিসেবে গণ্য হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন,সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রত্যেক মন্দিরে পুলিশ নিয়োজিত থাকবে। ইতিমধ্যে প্রত্যেক মন্দিরের পূজার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য থানার অফিসার এবং ফোর্স টহল দিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং টহলে থাকবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব মন্দিরের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখতে হবে। একটি উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন এর লক্ষ্যে পুলিশ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকবেন।
এমআই