মুহা: জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৫ দিন ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে। আমরাও চিঠি ইস্যু করে বন্ধ রাখার কথা এ স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানিয়েছি। সে অনুযায়ি রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত পাঁচ দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (৪ অক্টোবর) থেকে পুরোদমে বন্দরের ব্যবসায়ী কার্যক্রম পুণরায় চালু করা হবে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. রাসেল হাসান বলেন, পূজায় ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে, এসময় ইমিগ্রেশন চেক পোষ্ট খোলা থাকবে বিধায় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সচল থাকবে।
ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ঘোজাডাঙ্গা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। পূজায় আগামী ১ অক্টোবর থেকে ২ অক্টোবর দুদিন সরকারি ছুটি। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা শুল্ক (কাস্টমস) দপ্তর পুরোদমে সচল থাকবে।
এ সময় বন্দরের আভ্যন্তরীণ খালাস প্রক্রিয়া চলমান থাকবে এবং পণ্য খালাস করে ভারতীয় ট্রাক যথারীতি দেশে ফিরে যেতে পারবে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।
এমআই