জেলা প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব আমরা চাই। তবে সেটা সমতার ভিত্তিতে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।
শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম হান্নান শাহ্'র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কী করে আমাদের বিপদে ফেলা যায়। পানির হিস্যা আমাদের দেয় নাই, তিস্তার হিস্যা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্যা আমরা পাই নাই।
এ সময় বিএনপি মহাসচিব দলের সর্বস্তরের নেতাকর্মী ও সদস্যদেরকে নির্বাচনি মাঠে নেমে যাওয়ার তাগিদ দেন। তিনি বলেন, আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার জন্য, ঘায়েল করার জন্য।
মির্জা ফখরুল বলেন, শান্তিতে নোবেল লরিয়েট অধ্যাপক ইউনূস, বিশ্ববাসী যাকে সম্মান করে, তাকে আমরা দায়িত্ব দিয়েছি যাতে একটা নিরপেক্ষ উপদেষ্টামণ্ডলী গ্রহণ করে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন। তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ বিভিন্ন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। ৩১ দফার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলছি।
এমআই