এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নে জামায়াত ইসলামী উদ্যোগে রাস্তা সংস্কার উদ্ধোধনী অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. শাহাদাৎ হোসাইন বলেছেন, এ দেশের জনগন রাষ্ট্র ক্ষমতায় জামায়াতকে দায়িত্ব দিলে দেশ থেকে চিরতরে লুটেরা বিলীন হবে। থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। জুলাই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এ দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্টকে চিরতরে বিদায় দেওয়া হয়েছে। নতুন করে আর কোন ফ্যাসিস্টের জন্ম নিতে দেওয়া হবে না।
সোমবার বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামের জাহিদ ডিজিটাল বাড়ি হতে আঃ আউয়াল অভিমুখী ২ কিলোমিটার ইট সোলিং রাস্তা নির্মানে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. শাহাদাৎ হোসাইন। জিউধরা ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিউধরা ইউনিয়ন জামায়াত ইসলামী সভাপতি মাওলানা কবীর হোসেন আকন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম মাঝি, যুব বিভাগের সভাপতি লোকমান মুন্সী, ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়ন সেক্রেটারী মিরাজুল ইসলাম সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জামায়াত নেতা মোঃ আউয়াল কাজী।
উল্লেখ্য, মালয়েশিয়া প্রবাসী জামায়াতকর্মী জালাল বিন আব্দুল মালেক-এর নিজ অর্থায়নে জিউধরা ইউনিয়নে ১০ লক্ষ টাকা ব্যায়ে ৬ কিলোমিটারের ৩ টি ইটসোলিং রাস্তার সংস্কারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।
একে