নিজস্ব প্রতিবেদক:
ইতিহাস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় মাসিক সেমিনার। ‘জামদানির বুননশৈলী : বয়নকৌশল ও সাংস্কৃতিক উত্তরাধিকার’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয় ২২ অক্টোবর ২০২৫, বুধবার, একাডেমির নিজস্ব কার্যালয়ে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর সহযোগী অধ্যাপক (ইতিহাস) ও উপরিচালক (গবেষণা ও তথ্যায়ন) সায়মা রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস একাডেমির সভাপতি প্রফেসর ড. শরীফ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শরীফুল আলম, পরিচালক, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
মূল প্রবন্ধে বক্তা জামদানির বয়ন ঐতিহ্য নিয়ে চারটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন—
১. জামদানির বুননকৌশল ও নকশার মৌলিকত্ব বিশ্লেষণ
২. সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে জামদানির বিচার
৩. জামদানির নকশাধারার উৎস অনুসন্ধান
৪. জামদানির তাঁতের সরল যন্ত্রপাতির বিশ্লেষণ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতিহাস একাডেমির সম্পাদক ড. মো. শাহিনুর রশিদ, সহসভাপতি প্রফেসর ড. এ কে এম শাহনেওয়াজ, ট্রেজারার মো. রোকন উদ-দৌলা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল মঞ্জুর হোসেন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইতিহাস একাডেমির সহসম্পাদক মিলি রহমান।
সেমিনারে বক্তারা জামদানিকে কেবল একটি ঐতিহ্যবাহী পণ্য নয়, বরং বাংলার ইতিহাস, সংস্কৃতি ও নান্দনিক রুচির জীবন্ত প্রতীক হিসেবে চিহ্নিত করেন।
একে