নিজস্ব প্রতিবেদক:
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির নেতারা। ছবি- ঢাকা মেইল
জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া এখনো জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাছে উপস্থাপন করতে পারেনি বলে অভিযোগ করেছে তরুণদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘কমিশন আমাদের জানিয়েছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রণয়নে কাজ করছে। এটিকে আমরা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখি। তবে সেই আদেশের খসড়া বা বিষয়বস্তু এখন পর্যন্ত আমাদের সামনে উপস্থাপন করতে তারা অপারগতা প্রকাশ করেছে। এতে আমরা পুরো প্রক্রিয়া নিয়ে এখনো আশাবাদী নই।’
আখতার বলেন, ‘কমিশন যদি সত্যিকার অর্থে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে চায়, তবে তাদের আন্তরিকতা কার্যকরভাবে প্রমাণ করতে হবে। আমরা আশঙ্কা করছি, এটি যেন আবারও জুলাই ঘোষণাপত্রের মতো রাজনৈতিক চাপের মুখে কেবল কাগুজে দলিলে পরিণত না হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা ঐকমত্য কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানাই, তবে তাদের প্রতি অনুরোধ, জুলাই সনদ বাস্তবায়নের আদেশটি যেন বাস্তবায়ন পরিপন্থি কোনো রূপ না নেয়। জনগণ এখন দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়, কেবল কথায় নয়।’
এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর হয় জুলাই সনদ। তবে তাতে স্বাক্ষর করেননি এনসিপি। দলটির নেতারা জানান, আইনি ভিত্তি ছাড়া তারা সনদে স্বাক্ষর করবেন না। এতে জাতির সঙ্গে প্রতারণা করা হবে বলে মনে করেন তারা।
এমআই