স্পোর্টস ডেস্ক:
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা নামছে একাধিক ইনজুরি সমস্যার ভেতর দিয়ে, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ পুরো শক্তি নিয়েই নামছে মাঠে।
ইনজুরি পরিস্থিতি মাথায় রেখে বেশ পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। রাফিনহার সম্পূর্ণ সুস্থ না হওয়ায় দলে নেই, আর রবার্ট লেভানদোভস্কির হ্যামস্ট্রিং ছেঁড়া চোটে কমপক্ষে আরও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
তবে সুখবর হলো ফেরান তোরেস ফিরে এসেছেন। জিরোনার বিপক্ষে না খেললেও এবং অলিম্পিয়াকোসের বিপক্ষে বেঞ্চে ছিলেন, এবার তাকে মূল একাদশে দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, তিনি হবেন আজকের ম্যাচে দলের প্রধান স্ট্রাইকার। দুই উইংয়ে থাকছেন মার্কাস র্যাশফোর্ড ও প্রতিশ্রুতিশীল তরুণ লামিন ইয়ামাল।
মাঝমাঠে ইনজুরিতে থাকা দানি ওলমোর জায়গায় খেলবেন ফেরমিন লোপেজ, আর ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও পেদ্রি থাকবেন ডাবল পিভটে। রক্ষণভাগে জুল কুন্দে, এরিক গার্সিয়া, পাউ কুবারসির সঙ্গে আলেহান্দ্রো বালদের উপরই ভরসা রাখছেন ফ্লিক। ইনজুরিতে থাকা ক্রিস্টেনসেন এবং বিশ্রামে থাকা আরাহো নেই দলে।
অন্যদিকে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ এখন দুরন্ত ছন্দে। লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ২৪ পয়েন্ট তুলে তারা শীর্ষে আছে, একমাত্র হারটি এসেছে অ্যাতলেতিকোর মাঠে। ইনজুরির কারণে ডেভিড আলাবা ও আন্তনিও রুডিগার ছাড়া বাকি সবাই প্রস্তুত।
গোলবারে যথারীতি থাকবেন থিবো কুর্তোয়া। রক্ষণে দানি কারবাহাল, এদের মিলিতাও, তরুণ ডিন হুইজেন, ও দানি কারেরাস। মিডফিল্ডে আওরেলিন চুয়ামেনি, ফেদে ভালভার্দের সঙ্গে থাকছেন তরুণ তারকা আর্দা গুলার; তাদের সামনে থাকবেন জুড বেলিংহাম। আক্রমণভাগে থাকবে ভয়ঙ্কর জুটি কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র।
বার্সেলোনার সম্ভাব্য একাদশ:
বয়েচেক সেজনি; জুলস কুন্দে, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, আলেহান্দ্রো বালদে; পেদ্রি, ফ্র্যাঙ্কি ডি ইয়ং; ফেরমিন লোপেজ; লামিন ইয়ামাল, ফেরান তোরেস, মার্কাস র্যাশফোর্ড।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ:
থিবো কুর্তোয়া; দানি কারবাহাল, এদের মিলিতাও, ডিন হুইজেন, দানি কারেরাস; আওরেলিয়ান চুয়ামেনি, ফেদে ভালভার্দে, আর্দা গুলার; জুড বেলিংহ্যাম; কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র।
এমআআ