সময় জার্নাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমান সরকারের মেয়াদকালে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়া সম্ভব নয়। তবে বিদায় নেয়ার আগে দৃশ্যমান কিছু রায় দেখার জন্য জাতি অপেক্ষা করেছে। পরবর্তীতে যারাই আসুক তারা সেই বিচারগুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে ।’
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘জাতির সহযোগিতার পেলে আগামী পাঁচ বছরের মধ্যে জাতির ঘাড়ে যে দুর্গন্ধের লেবাস লেগেছে, তা থেকে মুক্তি দেওয়া হবে।’
যাদের অতীত রেকর্ড খারাপ তাদেরকে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির আমানত যার কাছে রাখলে তার হেফাজত হবে, তাকেই ভোট দিন।’
ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন সময়ে কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়ে জামায়াতের আমীর বলেন, ‘নারীদের জন্য বাড়তি সম্মান নিশ্চিত করা হবে।’
বিভিন্ন অনিয়মের কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে ভয় পান মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা এমন এক পরিবেশ তৈরি করবো, যেখানে অন্যের হকে হাত দিলে সেই হাত আইনের মাধ্যমে অবশ করে দেয়া হবে। সবাই আশা করেছিলেন সরকার কিংবা সিভিল সোসাইটি জুলাই আন্দোলনের শহীদের তালিকা তৈরি করবে। কিন্তু কেউ না করার কারণে জামায়াত ১২ খণ্ডের একটি তালিকা তৈরি করেছে, যা চারটি ভাষায় প্রকাশিত হয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে খেলাফত মসজলিসসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।
এমআই