নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়। প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ কারো চাপে যুক্ত করা হয়নি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠক শেষে প্রতীকের তালিকায় সংশোধন করে শাপলা কলি যুক্ত করার বিষয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন সচিব।
আখতার আহমেদ বলেন, কারো দাবির প্রেক্ষিতে শাপল কলি যুক্ত করা হয়নি। কিছু প্রতীক সম্পর্কে বিরূপ মন্তব্য আসার কারণে কমিশন এটা সংশোধন করেছে। তিনি বলেন, অবাধ সুন্দর নির্বাচন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। ভোটকেন্দ্রের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি রাস্তা-ঘাটা ঠিক করতে, যাতে ভোটারদের যাতায়াতে সমস্যা না হয়। সংশ্লিষ্ট বিভাগগুলো ডিসেম্বর থেকে জানুয়ারি মধ্যে ভোটকেন্দ্রের অবকাঠামো ঠিক করবে।
সচিব বলেন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তারা এখানে থাকবেন। দুর্গম এলাকাতে হেলিপ্যাড তৈরি করার কথা বলেছি। সংশ্লিষ্ট বিভাগ এগুলো করবে। বিদেশি পর্যবেক্ষকেদের ভিসা প্রাপ্তিতে কোনো ঝামেলা যাতে না হয় তা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
ঋণখেলাপীদের সঠিক তথ্য চাওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, বাংলাদেশ ব্যাংক বলেছে একটু সময় যাতে দেওয়া হয়। প্রয়োজনীয় অতিরিক্ত যানবাহন যাতে ব্যবহার করা না হয়, তা আলোচনা করা হয়েছে।
আখতার আহমেদ বলেন, ভোটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাহী হাকিম কাজ করলেও কিন্তু আমরা বলেছি তারা যাতে প্রথম থেকে কাজ করেন। যাতে আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন, এ জন্য পাবলিক পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। যাতে পরীক্ষা নির্বাচনের সময় না থাকে।
সচিব জানান, বিদ্যুতের প্রবাহ সচল রাখতে বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের বিষয়ে আমরা বিস্তারিতভাবে ব্যাখা করেছি। যাতে নির্বাচনের সঙ্গে জড়িত সবাই ভোট দিতে পারে। এজন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। ১৬ নভেম্বর জনগণের জন্য এ সংক্রান্ত অ্যাপ উন্মুক্ত করা হবে। তিনি বলেন, এআইয়ের অপপ্রচার রোধে এনটিএমসির অ্যাপ ‘সফল ব্যবহার করার কথা আলোচনা হয়েছে। পাশাপাশি এখানে একটা সেল গঠন করা হবে।
এমআই