নিজস্ব প্রতিবেদক:
চীনের সাংহাইয়ে গত ২৩ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ ডেন্টাল প্রোডাক্ট প্রদর্শনী “ডেন্টেক ২০২৫”-এর ২৮তম আসরে এবছর যোগ দিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেড় লক্ষাধিক অংশগ্রহণকারী। এই বিশাল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দেশের অন্যতম কার্যকর ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (BFDS) এর সদস্য ও শুভানুধ্যায়ীরা আয়োজকদের বিশেষ আমন্ত্রণে ভিআইপি অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
বিএফডিএস-এর মহাসচিব ডাঃ মোঃ আসাফুজ্জোহা রাজ বলেন, “এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য হলো আমাদের দেশের ডেন্টাল চিকিৎসকদের জন্য আধুনিক প্রযুক্তি, নতুন ইনস্ট্রুমেন্ট ও উন্নত ম্যাটেরিয়ালস সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি করা। এখানে উপস্থিত থেকে আমরা আন্তর্জাতিক ডেন্টাল প্রফেশনালদের সঙ্গে সংযোগ স্থাপন করার সহজ সুযোগ পেয়েছি, একইসাথে স্বল্প মূল্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের সুযোগও পেয়েছি, যা আমাদের প্রফেশন ও পরোক্ষ ভাবে দেশের অগণিত ডেন্টাল রুগীদের সাহায্যে আসবে।
জমকালো উদ্বোধনী আয়োজনে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী ডেন্টাল প্রফেশনালদের মধ্যে কেবল মাত্র বিএফডিএস এর মহাসচিব ডাঃ আসাফুজ্জোহা রাজের হাতে বিশেষ সম্মাননা স্বারক তুলে দেন ওভারসিস মার্কেটিং ম্যানেজার জেফরে ফেইং।
সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে ডাঃ মামুনুর রশিদ, ডাঃ সামস জামান, ডাঃ শামীম সুলতানা রুমা, ডাঃ শফিউর রহমান পরাগ, ডাঃ হারুন উর রশিদ, ডাঃ খালিদ বিন নাসিম, ডাঃ এ এম এইচ চৌধুরী, ডাঃ সুজা উদ্দিন পরাগ, ডাঃ শহীদুল্লাহ সহ বিএফডিএস এর ব্যানারে আরও যুক্ত হন ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি মেজর জেনারেল ( অব:) ডাঃ গোলাম মহিউদ্দিন চৌধুরী, ডাঃ আহমেদুল কবির, ডাঃ আয়েশা, ডাঃ মাহমুদ, ডাঃ মরিয়াম, ডাঃ তাসনিয়া মুনিয়া, ডাঃ মেহনাজ, ডাঃ সাকিব, ডাঃ নাসের শুভ, ডাঃ এরফানুল হক, ডাঃ আমিনুর রহমান, ডাঃ নিঘাত সীমা, ডাঃ ইলিয়াস সাগর, ডাঃ আফরোজা লাকি, ডাঃ সিরাজুল ফাইন, ডাঃ আব্দুর রাকিব, ডাঃ সজীব কুমার, ডাঃ উর্বশী, ডাঃ তাসমিয়া, ডাঃ লাকি আখতার সহ ৪৬ জনের একটি টিম অংশগ্রহণ করেন।
আয়োজগদের অতিথিয়তা বিএফডিএস কে সম্মানীত করে ও তাদের প্রদত্ত ভিআইপি কার্ড এ লাল গালিচা সম্বর্ধনা ও আয়োজনের যেকোনো ওয়ার্কশপ, ভিআইপি লাউঞ্জ ব্যবহার, মুসলিম ফুড সহ নানা সুবিধা গ্রহণের সুযোগ করে দেয়। আয়োজন শেষে আন্তর্জাতিক মানের ডেন্টাল প্রোডাক্ট প্রস্তুতকারক কারখানা প্রদর্শনের ব্যাবস্থা ছিলো ও পাঁচ তরকা হোটেলে বিশেষ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দুদেশের মধ্যে প্রফেশনাল উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উল্লেক্ষ বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স বিগত ৭ বছর জুড়ে দেশের মধ্যে পেশাগত নানা আন্তর্জাতিক ও জাতীয় আয়োজনের মধ্য দিয়ে ডেন্টিস্ট্রিকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্মানজনক প্লাটফর্মেও তাদের সক্রিয় ভূমিকা রাখছে, গতবছর থাইল্যান্ডের অন্যতম সেরা মহেদল ইন্টারন্যাশনাল এন্ডোডোন্টিক সিম্পোসিয়ামের সাথে সহ আয়োজক হিসাবে দেশের ডেন্টিস্ট্রিকে সম্পৃক্ত করে।
এমআই