এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট: 
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি কর্মীসভায় জেলা বিএনপি নেতা বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করতে হবে। 
সোমবার বিকেলে উপজেলা ও বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল। অন্যানোর মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাদিক শিকদার,  পৌর বিএনপি নেতা সোহেল রায়হান,  মো. মাসুম ফকির, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, নির্বাচন নিয়ে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র প্রতিহত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের বিজয়ের জন্য প্রতিটি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান। 
একে