আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজধানী নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কেল্লায় আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন অন্তত ২৪ জন।
কী কারণে বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে এখনও কিছু বলেনি দিল্লি পুলিশ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে অমিত শাহ বলেন, (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আধাসামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং জাতীয় তদন্ত সংস্থার ফরেন্সিক টিম সেই ঘটনাস্থলে গিয়েছে। যারা হতাহত হয়েছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে।
‘‘আমি দিল্লির পুলিশ কমিশনার এবং পুলিশের গোয়েন্দা শাখা প্রধানের সঙ্গে কথা বলেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে, সব প্রকাশ করা হবে জনসমক্ষে”, এএনআইকে বলেন অমিত শাহ।
পুলিশের প্রাথমিক তদেন্ত জানা গেছে, লাল কিল্লা এলাকার সুভাষ মার্গ নামের যে সড়কে বিস্ফোরণ ঘটেছে, সেখানে ৬টা ৫০ মিনিটে ট্রাফিক সিগন্যালের কারণে গাড়ির গতি ধীর ছিল। সিগন্যালের সময় ধীর গতিতে সুভাষ মার্গের একদম সামনের দিকে ধীর গতিতে এগিয়ে আসে একটি হুন্দাই আই-২০ গাড়ি। ওই গাড়িটি থেকেই ঘটে বিস্ফোরণ।
নয়াদিল্লির উপ পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িটিতে বিস্ফোরণের পর সেটির আশেপাশে থাকা অন্তত ২০টি গাড়িতে আগুন ধরে যায়।
নয়াদিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
একে