মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ভিপি-সেক্রেটারিসহ ৫ পদে জামায়াত, দুটিতে বিএনপি বিজয়ী

মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ভিপি-সেক্রেটারিসহ ৫ পদে জামায়াত, দুটিতে বিএনপি বিজয়ী

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়লাভ করেছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। বাকি দুটি সদস্য পদে  বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

ভোট গণনা শেষে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর রাত দেড়টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনরা। এর আগে সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১,৬৩০ জন ভোটারের মধ্যে ১১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ীরেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে  জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এড. কামরুজ্জামান ভুট্টো  পেয়েছে ৩১৯ ভোট।  সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপির মোঃ মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।

এছাড়া কার্যকরী সদস্য পদে  বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিতি মো. জাহিদুল ইসলাম (৪৭৮ ভোট), মাও. হাবিবুর রহমান (৪৬৩ ভোট),  মো. শফিকুল ইসলাম (৪৬০ ভোট), বিএনপি সমর্থিত শফিকুল আলম বাবু (৪৮৪)  শাহ মো, কামরুজ্জামান কামু ৪৬০ ভোট পেয়ে  জয়লাভ করেন।

নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সচেতন সাতক্ষীরাবাসি সমর্থিত প্যানেল থেকে জামায়াত সমর্থিত প্যানেল নির্বাচনে অংশ নেয়। এবং বিএনপি সমর্থিতরা  সমন্বিত নাগরিকরা প্যানেলে  ভোটে অংশ নেয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, নির্বাচন কমিশনার ডাঃ আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মো. হাসিবুল ইসলাম সোহান। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

প্রসঙ্গত, পদাধিকার বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল