সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফল পুনঃর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেল ৩৪ জন

রোববার, নভেম্বর ১৬, ২০২৫
দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফল পুনঃর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেল ৩৪ জন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছেন।  এছাড়া ফেল থেকে পাশ করেছেন ৮৫ জন। 

রোববার (১৬ নভেম্বর ২০২৫) দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার পুনঃর্নিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়।  

দিনাজপুর বোর্ড জানিয়েছে, উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফলের জন্য ৭১ হাজার ৭৬০টি উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের জন্য ২২ হাজার ১৪৪ জন শিক্ষার্থী আবেদন করেন । এদের মধ্যে ৪০২ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। আর অকৃকার্য বা ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন ৮৫ জন। ফেল থেকে ফেল করেছেন ৪১ জন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক  মোঃ রেজাউল করিম চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল