নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সকাল ১১টায় রায় ঘোষণার জন্য বসবেন। রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক স্থানেও সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার
রায় ঘোষণার আগের রাত থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সোমবার ভোর থেকে ট্রাইব্যুনালের চারপাশে অতিরিক্ত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে।
সকাল থেকেই ট্রাইব্যুনালের সব প্রবেশপথে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে পথচারী, গাড়ি এবং বহন করা ব্যাগ।
পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।
এমআই