তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারের মতো মেহেদি উৎসবের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন 'অভয়ারণ্য'। একইসাথে প্রথমবারের মতো নবান্ন উৎসবের আয়োজন করে সংগঠনটি।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় তারা এ আয়োজন করে। এসময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, " বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে অভয়ারণ্য সবসময় ই ব্যতিক্রম। এদের উদ্যোগে আয়োজিত আজকের মেহেদি উৎসবে এসে আমাদের অনেক ভালো লাগছে। আজকাল ন্যাচারাল মেহেদি দেওয়ার সংস্কৃতি একরকম কমেই গেছে। এরা সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাছাড়া নবান্ন উৎসব যেখানে একদম বিলীনপ্রায় সেখানে তারা এটাও আয়োজন করেছে। আশা করছি তারা এরকম সুন্দর আয়োজন চলমান রাখবে।"
সংগঠনটির সভাপতি নাইমুল ফারাবী বলেন, " আমরা এবার দ্বিতীয়বারের মতো মেহেদি উৎসবের আয়োজন করছি। একসময় মেয়েদের হাত সর্বদা মেহেদীর রঙে রাঙা থাকত। কিন্তু প্রযুক্তির উন্নয়নের কারণে এ চর্চা এখন কমে গেছে।। এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। তাছাড়া, আজকে যে মেহেদি দেওয়া হচ্ছে সেটা আমাদের সংগঠন কর্তৃক রোপণ করা গাছের মেহেদি। এর মাধ্যমে আমরা শুদ্ধতা ছাড়িয়ে দিতে চাই।
তিনি আরও বলেন, " মেহেদি উৎসবের পাশাপাশি আমরা এবার প্রথমবারের মতো নবান্ন উৎসব আয়োজন করেছি। এর মাধ্যমে আমার বাংলার সংস্কৃতিকে পূনর্জ্জীবিত করতে চাচ্ছি। বাংলার বহুল প্রচলিত সংস্কৃতিকে যাতে করে শিক্ষার্থীরা পুনরায় ধারণ করতে পারে সেজন্য আমাদের এই আয়োজন। "
এমআই