নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই রায়ের পর দেশের পরিস্থিতি, শেখ হাসিনা ও দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যত সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করেছেন বিশিষ্ট ভূ-রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ।
অধ্যাপক পারভেজ বলেন, মৃত্যুদণ্ড (ফাঁসি) ঘোষণার পর আওয়ামী লীগ তাদের ৭৬ বছরের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক ও সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে।
আহসানুল আলম বলেন, “ফাঁসির রায় হাসিনা এবং আওয়ামী লীগ— উভয়ের জন্যই রাজনৈতিক দাবার ছক বদলে দিয়েছে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে ক্ষমতায় ছিল এক কঠোর ও নির্মম শাসনচর্চার মাধ্যমে—যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনৈতিক দলের দীর্ঘ ক্ষমতাকালের তুলনায় বিরল ঘটনা।
প্রফেসর আলম আরও বলেন, “হাসিনার দল সংবিধান সংশোধন করেছে, আইনি কাঠামো পরিবর্তন করে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা তৈরি করেছে—কিন্তু এখন সেই পরিস্থিতি উল্টে গেছে এবং বাংলাদেশ একটি আরও গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগোবে।”
তবে তিনি এটিও উল্লেখ করেন যে, ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক শক্তির ঐক্যই হবে মূল শর্ত। লোভে ক্ষমতায় ওঠার প্রতিযোগিতা থেকে যদি রাজনৈতিক সহিংসতা জন্ম নেয়, তবে নির্বাচনের সময়সূচি বিলম্বিতও হতে পারে।
হাসিনার মৃত্যুদণ্ডের কারণে সীমিত পরিসরে সহিংসতা ঘটতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।
বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রসঙ্গে প্রফেসর পারভোজ বলেন, তারা এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দলটিকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে—হাসিনাকে অন্তত তিন বছরের জন্য অবসর ও বিশ্রামের অনুরোধ করবে কিনা, যাতে করে আওয়ামী লীগ নতুনভাবে কৌশল সাজিয়ে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের প্রস্তুতি নিতে পারে।
এমআই