ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভা শেষে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ব্রাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর পূর্ণাঙ্গ তফসিল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এর আগে ১৬ নভেম্বর প্রকাশিত খসড়া আচরণবিধিতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়।
গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্রাকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহ্জামান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন—
মো. আমির শরীফ (সহযোগী অধ্যাপক, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস),
মো. মাসুদ রানা (সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ),
ড. প্রদীপ কুমার সরকার (সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং),
ড. মোহসীনা আহসান (প্রধান, ইংরেজি বিভাগ),
মো. হাসান আলী (সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)।
ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখগুলো—
• ২২ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
• ২৪–২৬ নভেম্বর: ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
• ২৭ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
• ৩০ নভেম্বর–০৩ ডিসেম্বর: মনোনয়নপত্র বিতরণ ও দাখিল
• ০৪ ডিসেম্বর - ০৬ ডিসেম্বর: মনোনয়নপত্র বাছাই
• ০৭ ডিসেম্বর: প্রার্থীদের প্রাথমিক তালিকা
•০৮ ডিসেম্বর :প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
• ০৯ ডিসেম্বর: মনোনয়ন প্রত্যাহার
• ১০ ডিসেম্বর: ডোপ টেস্ট
• ০৯ ডিসেম্বর: প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ
• ২৯ ডিসেম্বর: ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান বলেন, “স্বচ্ছতা, জবাবদিহি ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাই ব্রাকসু নির্বাচনের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মানদণ্ড স্থাপন করার মতো নির্বাচন আয়োজনের জন্য কমিশন শুরু থেকেই সতর্ক ও সক্রিয় রয়েছে।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। ভোটার তালিকা, মনোনয়ন, বাছাই, আপত্তি নিষ্পত্তি, ডোপ টেস্টসহ প্রতিটি ধাপ আমরা কঠোর তদারকিতে সম্পন্ন করব।”
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। ওইদিনই চূড়ান্ত আচরণবিধি এবং নির্বাচনী রোডম্যাপ অনুমোদন করা হবে।
একে