স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকায় প্রথম দিনের খেলা শেষে দারুণ অবস্থানে দিন শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের সমাপ্তিতে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করেছে দল। সেঞ্চুরির খুব কাছেই দাঁড়িয়ে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, যিনি আজই খেলতে নেমেছেন নিজের শততম টেস্ট। তার সঙ্গে অপরাজিত আছেন লিটন দাস, যিনি ছুঁয়ে ফেলেছেন ফিফটির কাছাকাছি।
দিনের শুরুটা যদিও খুব মসৃণ ছিল না বাংলাদেশের জন্য। তবে তৃতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়ে দলকে চাঙা করেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ভর করে চা-বিরতির আগে স্কোরবোর্ডে জমা পড়ে ৩ উইকেটে ১৯২ রান।
চা-বিরতি শেষে মাঠে নেমেই নিজের ফিফটি সম্পূর্ণ করেন মুশফিক। তবে ব্যক্তিগত ৬৩ রানে থেমে যেতে হয় মুমিনুলকে। এরপর ক্রিজে আসেন লিটন দাস, যিনি শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করে মুশফিককে চমৎকার সঙ্গ দেন।
দুজন মিলে দেখেশুনে ব্যাট করতে থাকেন। সুযোগ পেলেই খেলেছেন দারুণ শট মাঝমাঠে, কভার দিয়ে, কিংবা পুল-ড্রাইভে। বাউন্ডারি তুলে এগিয়ে নিয়েছেন দলের রান। ধীরে ধীরে শতকের পথে এগিয়ে যান মুশফিক, আর লিটন ব্যস্ত থাকেন নিজের ফিফটি গড়ার অভিযানে।
দিনের শেষ সেশনে বাংলাদেশকে নিয়ে যান ৩০০ রানের খুব কাছাকাছি। চতুর্থ উইকেট জুটিতে আসে মূল্যবান রান, যা দলকে প্রথম দিনেই দেয় শক্ত ভিত। তবে দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছাতে পারেননি।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান। ক্রিজে অপরাজিত দুটি উইকেট, মুশফিকুর রহিম ১৮৭ বলে ৯৯ রান (সেঞ্চুরির অপেক্ষায়), লিটন দাস ৮৬ বলে ৪৭ রান (ফিফটির দ্বারপ্রান্তে)।
এমআই