নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি:
প্রথমবারের মতো রাজশাহী কলেজ ক্যাম্পাসে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজ মাঠে অনার্স ১ম বর্ষ (২০২৪–২৫) সেশনের শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি।
রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাজশাহী মহানগর সভাপতি মোহাঃ শামীম উদ্দীন, শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক রাজশাহী মহানগর সভাপতি মোঃ সিফাত উল আলম।
বক্তব্যে ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, তরুণরা বলেছে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ তৈরি হবে না। তরুণরা দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, তাদের আধিপত্যের বিরুদ্ধে একসাথে রাজপথে নেমেছে এবং রাজপথে থাকার অঙ্গীকার করেছে।
তিনি আরও বলেন, শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না এবং এই শিবিরের কাছে নারীরাই সবচেয়ে নিরাপদ। শিবির প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে কেউ একটা উদাহরণ দিতে পারবে না যে শিবিরের কাছে নারীরা ধর্ষণ হয়েছে বা শ্লীলতাহানীর শিকার হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে শিবিরের বিজয় হয়েছে আল্লাহর সাহায্যের কারণে। আমরা আমাদের সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেছি আর আল্লাহর সাহায্য করেছেন। যার ফলাফল ক্যাম্পাসগুলোতে আমাদের বিজয়।
তিনি আরও বলেন, সকল ছাত্রসংগঠনগুলোকে শিক্ষার্থী বান্ধব ভালো রাজনীতি চর্চার প্রতি আহ্বান জানান। তিনি বলেন আমরা রাজনীতির গুণগত পরিবর্তন চাই, ভালো কাজের প্রতিযোগিতা হবে এমন রাজনীতি চাই। আন্ডারগ্রাউন্ড রাজনীতি, টেবিলের নিচের রাজনীতি বাংলাদেশ থেকে জুলাই ৩৬ এর পরে করব রচনা হয়েছে। আমরা সেইভাবে চেষ্টা করে যাচ্ছি। জুলাই আন্দোলনের সকল শহীদ যে বাংলাদেশ বিনির্মাণে তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের সেই বাংলাদেশ নির্মাণে আগামীতে কাজ করে যেতে হবে।
নবীনবরণে এসে অনুভূতি প্রকাশ করে সমাজকর্মের বিভাগের নবীন শিক্ষার্থী জাকির হোসেন বলেন, প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর ক্যাম্পাসে বির্নিমাণে সবাই প্রতিযোগিতা করছে। আজকে শিবিরের আয়োজন অনেক সুন্দর হয়েছে। ক্যারিয়ারের উন্নতি ও আত্ম-উন্নয়নের জন্য দিকনির্দেশনা দিয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেকজন শিক্ষার্থী সাকিবুল বাশার বলেন, শিবির খুব সুন্দর আয়োজন করেছে। আগামী দিনের পথচলার দিকনির্দেশনা পেয়েছি। এমন আয়োজন অন্যান্য
দলও করবে বলে আমার প্রত্যাশা।
এছাড়াও মনোবিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন,সচরাচর এরকম প্রোগ্রাম আমি বিশ্ববিদ্যালয় গুলোতে দেখেছি,প্রথমবারের মতো রাজশাহী কলেজে দেখে ভালো লাগল। নবীনবরণ সংবর্ধনা পেয়ে ভালো লাগছে। সুন্দর নিরাপত্তাব্যবস্থা ছিল। শিবির সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল,যা আজ ভাঙল।
নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে ব্যবস্থাপনা বিভাগ ১ম বর্ষের ছাত্রী প্রত্যাশা দাস বলেন,প্রথম বারের মতো আমাদের কলেজ এতো সুন্দর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সব ধর্মের প্রতি তাদের সম্মানবোধ দেখে ভালো লাগল। আমরা যারা মেয়েরা ছিলাম,আমাদের প্রতি তাদের সম্মান আর নিরাপত্তা ব্যবস্থাপনা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আয়োজকরা মেধা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্মকে স্বাগত জানাতেই এ আয়োজন। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার নির্দেশনা, শিক্ষাজীবন পরিচালনা, নৈতিক উৎকর্ষ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এই অনুষ্ঠানে।
একে