মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বিদেশি বিয়ার ও মদসহ ২ জনকে আটক

সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
বিদেশি বিয়ার ও মদসহ ২ জনকে  আটক

বাগেরহাট প্রতিনিধি: 

জেলার মোংলায়  বিদেশি বিয়ার ও মদসহ ২ জনকে  আটক করা হয়েছে। আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।  কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মোঃ মুনতাসির ইবনে মহসীন সোমবার (২৪ নভেম্বর)  বিকেল  সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়।  জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়। 

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি ) সিরাজুল ইসলাম জানান, কোস্ট গার্ডের সদস্যরা মদকসহ মো: ফারুক হোসেন (৩৪),ও মো:আলমগীর হোসেন (৪১) আটক করে   দাকোপ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। #

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল