নিজস্ব প্রতিবেদক:
৪৭ তমবিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে পুলিশ- আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাবির শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে শিক্ষার্থীরা হঠাৎ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসি দিকে ছুটে যায়। পালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীও আহত হন।
মেট্রোরেলের নিচে আহত অবস্থায় পড়েছিলেন শাকিল নামের এক ছাত্র। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শাহবাগের যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারীরা বলেন, আগের বিসিএসগুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।
পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারছে। টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এ সময় মোবাশ্বেরের বিরুদ্ধে অশালীন স্লোগানও দেয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জলকামান এবং অতিরিক্ত ফোর্সও প্রস্তুত রয়েছে। রমনা বিভাগের ডিসি মো. মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত রয়েছেন।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচী পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ এখনও দফায় দফায় চলছে।
এদিকে, পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
পিএসসি বলছে, একটি পক্ষ পরীক্ষা পেছানোর দাবি জানালেও অন্য পক্ষ যথাসময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি আন্দোলনকারীরা লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় পেয়েছেন- কথাটিও সঠিক নয়। গত ৩ জুন লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছিল। সে হিসাবে অন্তত ছয়মাস প্রস্তুতির সুযোগ পেয়েছেন প্রার্থীরা। ফলে ২৭ নভেম্বর থেকেই লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান।
এমআই