বাগেরহাট প্রতিনিধি: উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জাগরণী চক্র ফাউন্ডেশন-এর সৃজন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ সহ বিপুল সংখ্যক নারী-পুরুষ, কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিদিনের জীবনের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে অংশগ্রহণকারীরা সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও একযোগে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার সহ এনজিও প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান বলেন, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় ভূগর্ভস্থ পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা থাকায় তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, নদীভাঙন ও জোয়ারের ফলে মিষ্টি পানির উৎস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে হাজারো মানুষ প্রতিদিন সুপেয় পানির সংকটে ভুগছে। নারী, শিশু ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ক্যাম্পেইনে সুপেয় পানি সুরক্ষায় ৯ দফা দাবি তুলে ধরা হয়। র্যালিতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে নিরাপদ পানির কোনো বিকল্প নেই। প্রশাসন এ বিষয়ে ইতোমধ্যেই পদক্ষেপ নিচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।
এমআই