নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি দুটি খোলা মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রটোকলের আওতায় আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এটি পরিচালিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আগামীকাল ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।
এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়। আস্তে আস্তে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়। এখনো তার অবস্থা উদ্বেগজনক পর্যায়েই রয়ে গেছে। বিশেষ করে বিএনপি প্রধানের হৃদ্যন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না।
তবে চিকিৎসকেরা এখনো আশাবাদী যে তারা খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। ওষুধ কাজ করছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গত মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন।
খালেদা জিয়াকে ভর্তি করার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকায় বুধবার সকাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে একটি প্লাটুন সরাসরি হাসপাতাল গেটে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন পুরো এলাকা ঘিরে টহল দিচ্ছে।
এমআই