মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভুঁইয়ার নিমন্ত্রণে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উভয় মিলেমিশে একীভূত হয়ে মাদক, সন্ত্রাস’সহ যে কোন অপরাধ মূলক কাজের বিরুদ্ধে পুলিশ-সাংবাদিক মিলেমিশে কাজ করার ঘোষণা দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১০ ডিসেম্বর সন্ধ্যা ৬ঘটিকায় কবিরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র রুমে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে সরকারের পক্ষ থেকে সারাদেশের ওসিদের একযোগে বদলীর সিদ্ধান্ত হলে লটারীর মাধ্যমে সকল থানার ওসিদের নতুন কর্মস্থল নির্ধারণ হয়। ওই লটারিতে কবিরহাট থানায় ওসি হিসেবে নাম আসে নিজামুল উদ্দিন ভুঁইয়ার। তারপর গত ৬ ডিসেম্বর রাতে কবিরহাট থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, সাংবাদিক ও পুলিশ একই সুতোয় গাঁথা, দুইজনের কাজের ধরন থেকে শুরু করে লক্ষ ও উদ্দেশ্য একই, সাংবাদিক, পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা যদি এক সাথ হয়ে যদি কাজ করা হয় তাহলে উপজেলা থেকে মাদকসহ সকল অপরাধ মূলক কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেন ওসি। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে হলে উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোট পরিচালনা করতে হবে, কারণ ১/২ পিচ ইয়াবা বা সামান্য পরিমাণ গাঁজা নিয়ে কাউকে ধরলে তাদের চালান করলে আবার বেরিয়ে চলে আসে, এতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের সাজা দেওয়া হলে তখন মাদক নিয়ন্ত্রণে অনেকটা ভূমিকা পালন করবে।
সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, এনটিভি অনলাইন প্রতিনিধি মোঃ আবদুল্যাহ চৌধুরী, সকালের সময় প্রতিনিধি মোঃ সেলিম, কাজী মহি উদ্দিন রবিন, রেজাউল করিম, জহিরুল হক চৌধুরী জহির, জহিরুল হক জহির। এসময় আরো উপস্থিত ছিলেন, নুর আলম বিপ্লব, মো: হারুন, সাইফুল ইসলাম নিশাদ, ইকবাল হোসেন, আবদুল্যাহ আল ফারুক, শাহাদাৎ হোসেন, আহাদ হোসেন, আজিম হোসেন, হারুনর রশীদ, ইয়াছিন রুবেলসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এমআই