রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

হাদী ও এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
হাদী ও এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

শরীফ ওসমান হাদী ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

শনিবার ( ১৩ ডিসেম্বর)  দুপুরে ফরিদপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে  জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এর সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ নেতৃবৃন্দরা। 

বক্তারা হামলাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত উল্লেখ করে দোষীদের অনতিবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল