নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর - ০২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাকাণ্ডের চেষ্টা করেছে। অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র ও নির্বাচন যা জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে তা বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা বিশ্বাস করি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তা না হলে আগামী দিনে আরও ঘটনা ঘটার আশঙ্কা করে তিনি বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে , ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আজ শনিবার সকালে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে নাটোর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ বিএনপির নেতৃবৃন্দ।
এমআই