নিজস্ব প্রতিবেদক:
ফসল উৎপাদনে খরচ কমিয়ে ফলন বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে বায়োন্যাচার এগ্রো উৎপাদিত উদ্ভিদ বৃদ্ধিবর্ধক ‘ম্যাজিকেল গ্রোথ’। দেশের বিভিন্ন অঞ্চলে ধান, গম, সবজি, ফল, ফুল ও পান চাষে এই পণ্য ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন কৃষকরা।
বায়োন্যাচার এগ্রোর ম্যাজিকেল গ্রোথ মূলত ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড ৯৮% (এনএএ ৯৮%) সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর)। এটি উদ্ভিদের শিকড় গঠন, কোষ বিভাজন এবং স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়াকে সক্রিয় করে, ফলে গাছে ফুল ধরা, ফল ধারণ ও ফলন ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়।
কৃষি কর্মকর্তারা জানান, ম্যাজিকেল গ্রোথ ব্যবহার করলে ফুল ও ফল ঝরে পড়া কমে, গাছ দ্রুত সবল হয় এবং ফলের আকার ও গুণগত মান উন্নত হয়। বিশেষ করে সবজি, ফলজ ও অর্থকরী ফসলে এর প্রভাব তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
রাজশাহী, যশোর, নওগাঁ, খুলনা ও ঢাকার বিভিন্ন এলাকার কৃষকদের অভিজ্ঞতায় দেখা গেছে, সঠিক মাত্রায় ম্যাজিকেল গ্রোথ প্রয়োগের ফলে ফলন ১০–৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অতিরিক্ত সার ও কীটনাশকের প্রয়োজন কমে যাওয়ায় উৎপাদন ব্যয়ও হ্রাস পেয়েছে।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিডভিত্তিক উদ্ভিদ বৃদ্ধিবর্ধক সঠিক নিয়মে ব্যবহার করলে ফসলের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয় এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কম পড়ে।
তাদের মতে, আধুনিক ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থার অংশ হিসেবে বায়োন্যাচার এগ্রোর ম্যাজিকেল গ্রোথের ব্যবহার আরও বিস্তৃত হলে দেশের কৃষি উৎপাদন ও কৃষকের আয়—উভয়ই বাড়বে।
একে