মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের আহবায়ক মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জর হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। পরে দিনাজপুর পৌর বিএনপি, কোতয়ালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর শিক্ষাবোর্ড, দিনাজপুর সরকারি কলেজ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুরের উদ্যোগে শহরের রামনগর মোড়ে ফ্রি মেডিকের ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত মেডিসিন, দন্ত, চক্ষু, গাইনিসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ বিচিৎসকগণ বিনামূল্যে রোগিদের চিকিৎসাসেবা প্রদান ও জরুরি ওষুধপত্র বিতরণ করেন।
এমআই