মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। চৌদ্দগ্রাম কারিগরি
প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণরা। উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর নুরনবী ইসলাম স্বাধীন, ইমরান হোসাইন, কাজী মহিউদ্দিন, সাইফুল ইসলাম, মঈন উদ্দিন প্রমুখ।
সভায় বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, বিদেশগামী অধিকাংশ তরুণ প্রত্যেক ক্ষেত্রে হয়রানীর শিকার হচ্ছে। এরমধ্যে এনআইডি কার্ড, পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও টিকেট অন্যতম। এছাড়া বৈধ পথে বিদেশ যাওয়ার পরও সংশ্লিষ্ট দেশের দূতাবাস কর্মকর্তাদের অসহযোগিতায় ভুক্তভোগী প্রবাসীরা। এর থেকে পরিত্রাণে তারা প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এমআই