বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর বিভিন্ন স্থানে স্থাপিত নির্দেশক সাইনবোর্ডে একাধিক বানান ভুল পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠানে এ ধরনের অসতর্কতা শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ক্যাম্পাসে স্থাপিত একটি সাইনবোর্ডে দেখা গেছে, “কেন্দ্রীয় মসজিদ” লেখায় “কেন্দ্রীয়” শব্দটি ভুলভাবে “কেন্দ্রিয়” লেখা হয়েছে। একইভাবে “বাসস্ট্যান্ড” শব্দটি ভুলভাবে “বাসষ্ট্যান্ড” লেখা হয়েছে। বাংলা বানানের নিয়ম অনুযায়ী—
“কেন্দ্রীয়” শব্দে “ঈ-কার” (ী) যুক্ত হয়ে সঠিক রূপ দাঁড়ায় কেন্দ্রীয়।
“বাসস্ট্যান্ড” শব্দে সঠিক বানান বাসস্ট্যান্ড, বাসষ্ট্যান্ড নয়। বিদেশি শব্দে "ষ" বসে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, “শিক্ষার সর্বোচ্চ স্তরের একটি প্রতিষ্ঠানে এ ধরনের বানান ভুল শুধু দৃষ্টিকটু নয়, বরং অমনোযোগিতা এবং অবহেলার পরিচায়ক।”
বাংলা ভাষা বিশেষজ্ঞরাও মনে করেন, সরকারি-বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড, নামফলক বা নির্দেশক বোর্ডে বানান শুদ্ধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এসব লেখা জনসাধারণের দৃষ্টিগোচর হয় এবং ভুল বানান শিক্ষার্থীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, অবিলম্বে এসব সাইনবোর্ডে থাকা ভুল বানান সংশোধন করা উচিত। পাশাপাশি ভবিষ্যতে নতুন কোনো সাইনবোর্ড বা নির্দেশক টাঙানোর আগে তা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার আহ্বান জানান তারা।
এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজার অধ্যাপক ডঃ এস.এম. এমদাদুল হাসান স্যার বলেন, 'বিষয়টি আমাদের নজরে এসেছে। সাইনবোর্ডে থাকা বানান ভুলগুলো অনিচ্ছাকৃত। খুব শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডগুলো সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের কাজের ক্ষেত্রে বানান ও ভাষাগত শুদ্ধতা যাচাই করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হবে।'
একে