মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
বিশ্বমানের প্রশিক্ষণ ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন(এএসভিএম) অনুষদের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন করেন শেকৃবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ইনস্টিটিউট অব সীড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।
এ বছর এএসভিএম অনুষদের মোট ১০৮ জন শিক্ষার্থী বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে সরাসরি ইন্টার্নশিপ কার্যক্রমে অংশগ্রহণ করবে। এর মধ্যে ৪৯ জন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন, যা অনুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
দেশভিত্তিকভাবে আন্তর্জাতিক ইন্টার্নশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নেপালে ১৩ জন, থাইল্যান্ডে ১৩ জন, মালয়েশিয়ায় ১৭ জন, জাপানে ১ জন এবং ভিয়েতনামে ৫ জন শিক্ষার্থী অংশ নেবে। অপরদিকে, অবশিষ্ট শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করবে।
বক্তারা বলেন, আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আধুনিক প্রাণী উৎপাদন ও চিকিৎসা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। এর ফলে তারা ভবিষ্যৎ কর্মজীবনে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
ইন্টার্নশিপ প্রোগ্রামের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. শরিফা জাহান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মহব্বত আলী উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীরা দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্য খাতে কার্যকরভাবে কাজে লাগাতে পারবে।
একে