মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও মো. জোবায়ের হাবিব উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বেদে সম্প্রদায় এবং দপদপিয়া আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে পৌর এলাকার বেদে সম্প্রদায় ও মাটিভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন স্থানে ঘুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ তার সঙ্গে ছিলেন।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব বলেন, শীতের কষ্ট কিছুটা লাগব করার জন্য অসহায় ও দুস্থদের মাঝে সরকারি অনুদানে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
একে