নিজস্ব প্রতিবেদক :
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত জমা দেওয়া যাবে।
রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এনবিআরের আদেশে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ৩৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হলো।
আগে নির্ধারিত সময় অনুযায়ী, রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। তবে করদাতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের দাবির মুখে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল এনবিআর।
এনবিআর জানিয়েছে, সব শ্রেণির স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং হিন্দু অবিভক্ত পরিবারগুলো এই বর্ধিত সময়ের সুবিধা পাবেন। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে তাদের কোনো প্রকার জরিমানা বা বিলম্ব ফি দিতে হবে না।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময় বাড়ানোর ফলে করদাতারা কোনো প্রকার হুড়োহুড়ি ছাড়াই প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে সঠিকভাবে রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন। একইসঙ্গে ই-রিটার্ন বা অনলাইন মাধ্যমে যারা রিটার্ন দিচ্ছেন, তাদের জন্যও এটি সহায়ক হবে।
উল্লেখ্য, প্রতি বছর ৩০ নভেম্বর রিটার্ন জমার শেষ দিন থাকলেও বিশেষ পরিস্থিতিতে এবার এনবিআর দুই দফায় সময় বৃদ্ধি করল।
একে