এস এম জহিরুল ইসলাম, গাজীপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার একাংশ এবং সেনানিবাস এলাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল চারটার দিকে তিনি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ব্যারিস্টার সজিব আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের বলেন, “দেশবাসী পরিবর্তন চায়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচিত হলে আমি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। জনগণের ভোট ও সমর্থনই আমার প্রধান শক্তি।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এমআই