মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে দিনাজপুর ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে তার মনোনয়ন জমা দিয়েছেন তার সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা কাছে এই মনোনয়ন জমা দেয়া হয়।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওত হোসেন শিল্পী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন সহ দিনাজপুর ৬ আসনের আওতাভুক্ত হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা বলেন, নির্বাচনের আচরণ বিধি মেনে আজ বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করা হয়েছে।
এলাকার মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। সাধারণ ভোটারদের দোয়া ও সমর্থনে আগামীতে ধানের শীষ জয়যুক্ত হবে।
এমআই