বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিসাস, ইউট্যাব ও সাদা দলের গভীর শোক

বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিসাস, ইউট্যাব ও সাদা দলের গভীর শোক

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতি, ইউট্যাব হাবিপ্রবি শাখা ও হাবিপ্রবি সাদা দল। 

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বেগম খালেদা জিয়াট মৃত্যুর পর পরই সকালে শোক জানিয়ে বিবৃতি দেয় এই তিন সংগঠন। 

হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস) তাদের বিবৃতিতে বলেন,বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

তিনি ছিলেন আধিপত্য বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, আপসহীন এক নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার আদায় এবং নারীর নেতৃত্বকে শক্ত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। সাহসী নেতৃত্ব ও আপোষহীন সংগ্রামের মাধ্যমে তিনি জাতির ইতিহাসে অমর হয়ে থাকবেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারালো এক দূরদর্শী, সংগ্রামী ও জননন্দিত নেত্রীকে। তাঁর শূন্যতা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।  

হাবিপ্রবি সাংবাদিক সমিতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

ইউট্যাব হাবিপ্রবি শাখা তাদের বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি তিনবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতি, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, তাঁর নেতৃত্বে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও মানবসম্পদ বিকাশ, নারী ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসারে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। বিরোধী দল ও সরকার—উভয় ভূমিকাতেই তিনি রাজনৈতিক দৃঢ়তা, সহনশীলতা ও আপসহীন অবস্থানের পরিচয় দিয়েছেন। দেশের রাজনীতিতে একজন নারী নেতা হিসেবে তাঁর পথচলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ইউট্যাব-হাবিপ্রবি ইউনিট জানায়, এই মহীয়সী নেত্রীর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনীতিবিদকে হারাল। তাঁর কর্মময় জীবন ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করা হয়।

হাবিপ্রবি সাদা দল বলেন, বিএনপি চেয়ারপার্সন,দেশের তিনবারের সাবেক ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী,আপসহীন কণ্ঠস্বর ও মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাদের সবাইকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন। 

উল্লেখ্য, আজ ভোর ৬ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

একে।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল